নিজস্ব প্রতিবেদক: সাহিত্য অঙ্গনে নতুন সংযোজন কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি রচিত প্রবন্ধগ্রন্থ ‘সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা’। বইটি ইতোমধ্যেই পাঠকমহলে আলোচনার জন্ম দিয়েছে। সমকালীন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে তিনি বিশ্লেষণ করেছেন সজীব ভাষায়, পাঠযোগ্যতার সহজতায়।
[video width="478" height="850" mp4="https://www.banshkhalisanglap.com/wp-content/uploads/2025/10/VID-20251014-WA0006-2.mp4"][/video]
প্রবন্ধগ্রন্থটিতে লেখক সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলি ও রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিককে স্পষ্টভাবে তুলে ধরেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান, সংবিধান ও সংস্কারের প্রয়োজনীয়তা, ভারতের আধিপত্যবাদী নীতি, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, স্বৈরাচারী শাসনের ইতিহাসসহ নানা বিষয় এতে উঠে এসেছে। পাশাপাশি গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জনগণের চাওয়া-পাওয়া, রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা, দেশবিরোধী চক্রান্ত ও মানবাধিকারের প্রশ্নও আলোচিত হয়েছে গভীর বিশ্লেষণে।
গ্রন্থটির উল্লেখযোগ্য প্রবন্ধের মধ্যে রয়েছে— ‘সংবিধান সংস্কার ও প্রাসঙ্গিক কিছু কথা’, ‘ইসরাইলি বর্বরতা ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অন্তরায়’, ‘ভারতের সহযোগিতা বন্ধুত্ব নাকি আধিপত্য বিস্তার’, ‘বিচার ব্যবস্থার কালো অধ্যায়’, ‘এবিএম খাইরুল হক ও প্রাসঙ্গিক কিছু কথা’ এবং ‘ভারতের অনধিকার হস্তক্ষেপ ও বাংলাদেশের করণীয়’ প্রবন্ধগুলো।
প্রাবন্ধিক জসিম উদ্দিন মনছুরি বইটি নিয়ে বলেন, “রাষ্ট্রচিন্তা কোনো বিমূর্ত দর্শন নয়—এটি মানুষের জীবনের সাথে, দেশের ভবিষ্যতের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমি চেষ্টা করেছি সময়ের ঘটনাগুলোকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে, যাতে পাঠক নিজের মতো করে ভাবতে ও প্রশ্ন তুলতে পারেন।”
তিনি আরও বলেন, “দেশের গণমানুষের চাওয়া, ন্যায়বিচার ও স্বাধীনতার আকাঙ্ক্ষাই এই বইয়ের মূল প্রেরণা। আমি বিশ্বাস করি, পাঠক এই গ্রন্থে সমকালীন বাংলাদেশকে নতুন করে চিনতে পারবেন।”
লেখক জসিম উদ্দিন মনছুরি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৮৬ সালের ১ ফেব্রুয়ারি। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রে এমফিল গবেষণারত, প্রফেসর ড. ফরিদুদ্দিন ফারুকের তত্ত্বাবধানে।
কর্মজীবনে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে কর্মরত। পাশাপাশি সাহিত্যচর্চা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা ও প্রবন্ধ—সাহিত্যের প্রতিটি শাখায় তার সক্রিয় পদচারণা রয়েছে।
লেখকের ভাষায়, “এই বইটি কেবল প্রবন্ধ নয়, সময়ের একটি দলিল। আমি চাই পাঠক বইটি পড়ার পর রাষ্ট্র ও সমাজ নিয়ে নতুন করে ভাবুক।”
বইটি আগামী এক সপ্তাহে প্রকাশিত হবে রাজধানী ও চট্টগ্রাম শহরের বিভিন্ন বইয়ের দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে।
লেখকের প্রকাশিত অন্যান্য বই: মিশ্র মিতালি (কাব্যগ্রন্থ-২০২১), রিক্তদহন (কাব্যগ্রন্থ-২০২১), বিম্বিত প্রতিচ্ছবি (গল্পগ্রন্থ-২০২২), নীল সমাধির স্মৃতি (গল্পগ্রন্থ-২০২৪), উদ্বাস্তু অথবা খোদাঘোনাবাসীর হাহাশ্বাস (উপন্যাস-২০২৪), বৃষ্টি আসলে সবকিছু ভিজে যায় (সম্পাদিত কাব্যগ্রন্থ-২০২৪), আন্দোলন অথবা কুড়ি আর চারের যোগফল (গল্পগ্রন্থ-২০২৪), হরেক রকম নিবন্ধ (প্রবন্ধগ্রন্থ-২০২৫), ময়ঙ্ক সাহিত্য ম্যাগাজিন (সম্পাদক) সাহিত্য মঞ্জর (সাহিত্য বিষয়ক প্রবন্ধগ্রন্থ-২০২৫)।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত