নিজস্ব প্রতিবেদক:: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইম বাজার প্রধান সড়ক সংযোগের পূর্ব পাশে সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সড়ক দখল করে রাখা কয়েকটি ভাসমান দোকান (বাহিরের অংশ) সরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার সড়কের দুই পাশে অতিরিক্ত তরকারির দোকান স্থাপন ও রাস্তার উপর পণ্য রাখার কারণে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ নিরসনে সোমবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামসেদুল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অভিযান চলাকালে রাস্তার দুই পাশ থেকে দোকান ও পণ্য সরিয়ে ফেলা হয় এবং দোকানদারদের রাস্তার উপর কোনো ধরনের মালামাল না রাখার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।
ইউএনও জামসেদুল আলম বলেন, 'সড়ক জনসাধারণের চলাচলের জন্য- কেউ যেন ব্যক্তিগতভাবে রাস্তার জায়গা দখল না করে। সব সময় সড়ককে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানবাহন চলাচলের উপযোগী রাখতে হবে।'
প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিতভাবে এমন দখলমুক্ত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত