বাঁশখালী সংলাপ: বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী পুঁইছড়ি ইজজতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সুনীল কান্তি দেবনাথ-এর সম্মানে এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর জেনারেল ম্যানেজার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এইচ.এম. এরশাদুর রহমান। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শহীদুল্লাহ, মোঃ মীর কাশেম, মোঃ নুরুল হোছাইন, ড. মোহাম্মদ মোরশেদুর রহমান, মোহাম্মদ ওসমান গণী, মোঃ জাকারিয়া, মোহাম্মদ শহীদুল আলম শহীদ, মোহাম্মদ কামাল উদ্দীন, এড. মিজবাহ উদ্দীন, মোহাম্মদ রবিউল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন ও মোহাম্মদ নুরুল আক্তার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'সুনীল কান্তি দেবনাথের নিষ্ঠা, মমত্ববোধ ও দীর্ঘ শিক্ষাজীবনের অবদান শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন অম্লান হয়ে থাকবে। তাঁর দেয়া শিক্ষা আমাদের আলোর পথ দেখিয়েছে। তাঁর অবসর জীবন হোক শান্তিময় ও সুখময়।'
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলিনা আকতার মেরী।
শেষে বিদায়ী শিক্ষককে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত