শিব্বির আহমদ রানা: শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে দেশের সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। গত বছরের ধারাবাহিকতায় এ বছরও সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সম্মিলিত টহল ও নজরদারি কার্যক্রম চলছে।
এরই অংশ হিসেবে আজ (বুধবার) দুপুরে ১০ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, জি বাঁশখালী উপজেলার নাপোড়া শেখেরখিল সর্বজনীন কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপ কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এ বছরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও পুরোহিতদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এ সময় বাঁশখালী উপজেলায় দায়িত্বরত সেনাক্যাম্পের ইউনিট অধিনায়ক ও কর্মকর্তারা, বাঁশখালী থানার ওসি (তদন্ত) এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত