বাঁশখালী সংলাপ: চুনতি বনাঞ্চল পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আকাশমনি গাছ অপসারণ করে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম। শনিবার (২৭ সেপ্টেম্বর) চাম্বল বন্যপ্রাণী অভয়ারণ্য বিট, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জে এ কর্মসূচির উদ্বোধন হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী বিভাগ, চট্টগ্রাম আবু নাসের মোহাম্মাদ ইয়াছিন নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দ্বীপান্বিতা ভট্টাচার্য্য, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক। এ সময় জলদি বিট কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসসহ উপজেলা বনবিভাগের কর্মচারী ও স্থানীয় জনগোষ্টি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আকাশমনি একটি বহিরাগত প্রজাতি হওয়ায় এটি বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ও দেশীয় উদ্ভিদ প্রজাতির জন্য হুমকি সৃষ্টি করছে। তাই বনাঞ্চলকে টেকসই ও প্রাকৃতিক রূপে ফিরিয়ে আনতে দেশীয় গাছের চারা রোপণ অপরিহার্য। প্রতি হেক্টরে পঁচিশ শত করে চারা লাগানো হবে। এখানে সম্পূর্ণ দেশীয় প্রজাতির দুই লক্ষ পঁচিশ হাজার চারা রোপন করা হবে।
স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। তারা বন সংরক্ষণ ও দেশীয় প্রজাতির গাছ রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত