বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি চোলাই মদ, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ পরিদর্শক তপন কুমার বাকচীর নেতৃত্বে এসআই উক্যসিং মার্মা ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কের বাণীগ্রাম এলাকায় বিএম অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা।
অভিযানে হাতেনাতে গ্রেফতারকৃতরা হলেন- পুকুরিয়া ইউনিয়নের মো. দিদার (৪১), সাধনপুর ইউনিয়নের মো. ফোরকান (৪০) ও মো. ইকবাল (৩০)।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ হাজার ১০০ টাকা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণ করেছে।'
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত