বাঁশখালী সংলাপ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের জিএস মাসুম আব্দুল্লাহর সম্মানিত পিতা, এমইএস কলেজের সাবেক ইতিহাস বিভাগের অধ্যাপক শিক্ষাবিদ এ কে এম জাকারিয়া (৭৬) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাঁশখালী ফায়ার সার্ভিস সংলগ্ন মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, মরহুমের বড় ছেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, ছাত্র শিবিরের কেন্দ্রিয় শিক্ষা সম্পাদক ইমরানুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস এসএম ফরহাদ, ছাত্রনেতা মামুনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এছাড়া জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-ছাত্রসহ অসংখ্য মানুষ মরহুমকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের পুত্র ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছাদেক আব্দুল্লাহ।
শিক্ষাবিদ এ কে এম জাকারিয়া বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার মরহুম মুজিবুর রহমানের পুত্র। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র, দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শোকাহত পরিবার মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেছেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোক সইবার তাওফিক দেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত