বাঁশখালী সংলাপ: চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আকস্মিকভাবে বাঁশখালীর রামদাস মুন্সীর হাট তদন্তকেন্দ্র ও বাহারছড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।
তিনি দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ব্যারাক, ডাইনিং, রান্নাঘর, গোসলখানা ও ফাঁড়ির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। অবকাঠামো উন্নয়ন ও ফোর্সের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়ে বলেন—“জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। জনআস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। পুলিশ-জনগণের আস্থার মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা যায়।”
ফোর্সের কল্যাণ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন—“পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করছেন। তাঁদের জীবনমান উন্নয়নে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যারাক ও অন্যান্য সুবিধা উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
পরে মোশারফ আলী মিয়ার বাজারে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। স্থানীয়রা তাঁর উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত