শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ৮৯টি পূজা মণ্ডপে। এছাড়া ঘটপূজা হবে ১৭২টিতে। সব মিলিয়ে ২৬১টি স্পটে পূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে স্ট্রাইকিং ফোর্স, টহল, গোয়েন্দা তৎপরতা ও আনসার সদস্যসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
আইনশৃঙ্খলা বাহিনীকে দুষ্কৃতকারীদের ব্যাপারে কঠোর থেকে কঠোরতম অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমার সামনের দিকে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। আজান ও নামাজের সময় কোনো প্রকার বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর দায়িত্বরত অফিসার মেজর নাজমুস সা-আদাত, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক বিএনপি আহবায়ক লোকমান আহমদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইছমাইল, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, বিএনপি নেতা মঈন উদ্দিন চৌধুরী পলাশ, হেফাজতে ইসলাম বাঁশখালী শাখার সেক্রেটারি মো. জসীম উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহমেদ জাকির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, সাধনপুর ইউপি চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান, পল্লীবিদ্যুৎ কর্মকর্তা মো. আতিকুর রহমান, কালীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল কালাম, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানা, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রণব কুমার দাশ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সন্ধ্যা রানী দাশ, যুগ্ম আহ্বায়ক ঝুন্টু কুমার দাশ, সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, দক্ষিণ জেলা অনুমোদিত বাঁশখালী উপজেলা শাখার সদস্য সচিব মিটু দাশ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শীলকূপ ইউপি চেয়ারম্যান রাশেদ নুরী, খানখানাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার, চাম্বল ইউপির প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল্লাহ, ছনুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, বাহারছড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মাহমুদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক শিক্ষক কাজল ঘোষ, যুগ্ম সম্পাদক সজীব দেব, জুয়েল মল্লিক রানা ও পম্পি সেনসহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
প্রস্তুতিমূলক সভায় বক্তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে দুর্গোৎসবকে সফল ও সার্থক করে তুলবে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত