শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঁশখালা বিষানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে ছাবের আহমদ, মোস্তফা আলী, আহমদ উল্লাহ, রফিক আহমদ ও আবদুল কাদেরের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছুই আগুনে ভস্মীভূত হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার বেশি হতে পারে। তবে এখনো সঠিক হিসাব করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, “প্রথমে আমাদের কেউ সরাসরি খবর দেয়নি। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিই। বশির উল্লাহ মিয়াজি বাজার পর্যন্ত পৌঁছালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাই আমরা ফিরে আসি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”
অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও শিক্ষার্থীদের বই-খাতাও পুড়ে ছাই হয়ে গেছে। ফলে এসএসসি ও ডিগ্রি পরীক্ষার্থী কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দানশীল ব্যক্তিদের পাশাপাশি উপজেলা প্রশাসনের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত