বাঁশখালী সংলাপ: আসন্ন শারদীয় দুর্গাপূজা–২৫ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাঁশখালী থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাঁশখালী থানার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। সেকেন্ড অফিসার মো. আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।
এতে উপস্থিত ছিলেন রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী, বাঁশখালী থানার অফিসার ও ফোর্স, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক জন্টু চন্দ্র দাশ, সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রকৌশলী রনি সরকার, আহবায়ক সন্ধ্যা রাণী দাশসহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

সভায় পূজা মণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হয়।
ওসি সাইফুল ইসলাম পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, “পূজা চলাকালীন সময়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ প্রশাসন।” তিনি পূজা উদযাপন কমিটিকে সরকারি বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান।
এসময় প্রতিটি পূজা মণ্ডপের জন্য একটি করে রেজিস্টার সরবরাহ করা হয়, যেখানে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের ডিউটির তথ্য লিখে রাখা হবে। এছাড়া জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সরকারি নম্বর সম্বলিত ফেস্টুন বিতরণের ঘোষণা দেওয়া হয়।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং পুলিশ প্রশাসন সেগুলোর সমাধানে আশ্বাস প্রদান করে। সভার শেষাংশে নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত