বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ডের আমীন চেয়ারম্যান বাড়ি সংলগ্ন জলকদর খালের স্লুইসগেইট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে জোয়ারের পানির সঙ্গে লবণাক্ত পানি ফসলি জমিতে প্রবেশ করে শত শত একর ধানী জমি নষ্ট হওয়ার পথে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রায় দুই শতাধিক কৃষক এ মৌসুমে প্রায় তিন শতাধিক কানি জমিতে ধান রোপণ করেছেন। কিন্তু স্লুইসগেইটের দরজা উঠা-নামা না করায় পানি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। জোয়ারের সময় লবণাক্ত পানি ঢুকে পড়ে ধানক্ষেত প্লাবিত হয়ে যায়, এতে ধান গাছ ঝলসে গিয়ে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।
অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি মহল মাছ চাষের সুবিধার্থে স্লুইসগেইট দখল করে রেখেছে। এতে পানির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কৃষকদের দাবি, কিছু দলীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই অনিয়ম চলছে, যা কৃষকের জীবিকা হুমকির মুখে ঠেলে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মুহাম্মদ হাসান, মো. জামাল, জাফর আহমদ, নুরুল কাদের, গিয়াস উদ্দিন, নেজাম উদ্দিন, কফিল উদ্দিন, মিনহাজ, নুর মোহাম্মদসহ অনেকে বলেন, “জোয়ারের লবণাক্ত পানিতে ইতোমধ্যে ধানক্ষেতের বেশিরভাগ গাছ ঝলসে গেছে। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, পুরো মৌসুমের ফসল নষ্ট হয়ে যাবে।”
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী কৃষকরা স্লুইসগেইট এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। তারা অবিলম্বে লবণাক্ত পানি প্রবেশ বন্ধ ও নতুন স্লুইসগেইট নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী লিটন মুঠোফোনে জানান, “বিষয়টি অবগত হওয়ার পর আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত