বাঁশখালী সংলাপ: বাঁশখালীর বৈলছড়িতে গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে স্টুডিও “ধ্বনি রেকর্ডস”-এর শুভ উদ্বোধন ও মদিনার ধ্বনি শিল্পীগোষ্ঠীর ২০২৫-২৬ সেশনের কমিটি নবায়ন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আল মদিনা শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইসলামী সংগীতের কিংবদন্তি মাওলানা আসহাবুদ্দীন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন তানযীমুল কুরআন মডেল হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুবিনুল হকসহ স্থানীয় ও কক্সবাজার শাখার দায়িত্বশীলগণ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আসহাবুদ্দীন আল আজাদ বলেন— “মদিনার ধ্বনি শুধু একটি শিল্পীগোষ্ঠী নয়, বরং প্রজন্মকে ইসলামি সংগীতের মাধ্যমে আলোকিত সমাজ গড়ার অনন্য মাধ্যম। নতুন কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী দিনে সংগঠনটি আরও শক্তিশালী হয়ে উঠবে।”
অনুষ্ঠান শেষে ২০২৫-২৬ সেশনের নবগঠিত পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়।
মদিনার ধ্বনি শিল্পীগোষ্ঠীর ২০২৫-২৬ সেশনের পরিচালনা পরিষদের জন্য নির্বাচিতরা হলেন- মাওলানা আসহাবুদ্দীন আল আজাদ – প্রধান উপদেষ্টা ও প্রধান প্রশিক্ষক, মুহাম্মদ ইরফানুল হক (দুবাই প্রবাসী) – সিনিয়র উপদেষ্টা, মাওলানা ইউসুফ আজাদী – প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক, মুহাম্মদ আব্দুল মন্নান – নির্বাহী পরিচালক, এইচ এম মাহমুদুল হাসান – সহকারী পরিচালক, মুহাম্মদ আব্দুল আজীজ – থিয়েটার পরিচালক, এইচ এম সরোয়ার কামাল – সংগীত পরিচালক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম – দপ্তর সম্পাদক, যাইদ আল মারুফ – প্রকাশনা ও সাহিত্য সম্পাদক, হাফেজ জুবায়ের এলাহী – প্রচার সম্পাদক, হাফেজ আনসারুল করিম – প্রবাসী কল্যাণ সম্পাদক, ক্বারী সরোয়ার কামাল – সিনিয়র সদস্য, হাফেজ জয়নাল আবেদিন – সিনিয়র সদস্য, মুহাম্মদ এরশাদ আজাদী – সিনিয়র সদস্য। অন্যান্য সদস্যরা হলেন- হাফেজ রাশেদুল ইসলাম, মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ ঈসা রুহুল্লাহ, মুহাম্মদ জমির উদ্দিন, হাফেজ জাহিদুল ইসলাম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চলতি সেশনে নতুনভাবে মাত্র ৬ জন সদস্যকে ভর্তি করার সুযোগ থাকবে। ভর্তি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত