চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের “আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া" আঞ্চলিক মহাসড়ককে যথাযথ মানে চার লেনে উন্নীত করার দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বরাবর এই স্মারকলিপি প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য, জুলাই যোদ্ধা ও সমাজকর্মী মুহাম্মদ নিজাম উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির নেতা ও এডিশনাল পিপি ইফতেখার হোসেন মহসিন, এডিশনাল পিপি এডভোকেট মফিজুল হক, এডভোকেট সরওয়ার কামাল, আইনজীবি দৌলত আকবর, এডভোকেট আরিফুল হক তায়েফ, চট্টগ্রাম মহানগর ওলামাদলের সদস্য সচিব জয়নাল আবেদিন, তরুণ লেখক ও কলামিস্ট তৌহিদ-উল বারী, ব্যবসায়ী সিরাজুল করিম মানিক, জুলাই যোদ্ধা মোহাম্মদ সাগর ও আরাফাতুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ মাহফুজ প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, এই সড়ক দিয়ে চট্টগ্রাম-কক্সবাজারসহ ৮টি উপজেলার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে এবং এ পথ দিয়ে শিল্প কল-কারখানা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রকল্প, বন্দর, কৃষিজ পণ্য, লবণ, চিংড়ি, মৎস্য সম্পদ, চা পাতা ও পর্যটন শিল্পের উৎপাদন ও সরবরাহ সম্পন্ন হয়। সড়কটি প্রসস্থ হলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়া অঞ্চল ব্যাপকভাবে অর্থনৈতিক সুবিধা পাবে।
তারা আরও উল্লেখ করেন, সড়কটি চার লেনে উন্নীত করে কক্সবাজারের সঙ্গে সংযুক্ত করা গেলে চট্টগ্রাম থেকে পর্যটন নগরীতে যেতে অন্তত দুই ঘণ্টা সময় সাশ্রয় হবে।
এছাড়া, কর্ণফুলী নদীর তলদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেল বর্তমানে দক্ষিণ চট্টগ্রামের অনুন্নত সড়ক ব্যবস্থার কারণে লোকসানে পড়েছে। প্রতিদিন প্রায় ২৮ লক্ষ টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। রাষ্ট্রের এই ক্ষতি রোধ করতে বাঁশখালী হয়ে পেকুয়া-চকরিয়া-কক্সবাজার সড়ককে দ্রুত চার লেনে উন্নীত করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
-প্রেসবিজ্ঞপ্তি।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত