শিব্বির আহমদ রানা: বাঁশখালীর ঐতিহ্যবাহী ডাকবাংলো সড়ক সংস্কারের আশায় বুক বাঁধছে স্থানীয় হাজারো ভুক্তভোগী মানুষ। প্রায় কয়েক যুগ ধরে অবহেলিত এ সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সম্প্রতি উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী মাহাবুব আলম, শীলকূপ ইউপির চেয়ারম্যান রাশেদ নুরী, সার্ভেয়ার আমিনুল ইসলাম, কার্য্য সহকারী মো. বাবুল, পরিষদের ইউপি সদস্য মো. ইউছুপসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সড়কটি সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জালিয়াখালী বাজারের পূর্ব দিক থেকে গন্ডামারা ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের ইস্টিমিট প্রস্তুত করা হয়। এতে কার্পেটিংয়ের পাশাপাশি গাইডওয়াল নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাথমিকভাবে ইস্টিমিটের কাজ সম্পন্ন হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তা পাঠানো হলে নতুন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সড়কের কাজ শুরু হবে।
শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী জানান, “শনিবার এলজিইডি টিম সরেজমিনে এসে সড়কটির ইস্টিমিট সম্পন্ন করেছে। সলটেস্ট শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে। নতুন করে টেন্ডার সম্পন্ন হলে দ্রুত কাজ শুরু হবে। এটি সম্পূর্ণ হলে বর্ষায় পানির শঙ্কা থেকে মুক্তি পাবে কয়েক হাজার জনগোষ্ঠী।”
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, “পুরনো টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। নতুন প্রকল্প হাতে নিতে হবে। ইস্টিমিট প্রস্তুত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে। আমরা আপ্রাণ চেষ্টা করবো যেন দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু করা যায়।”
উল্লেখ্য, জালিয়াখালী নতুন বাজার থেকে মনকিচর হয়ে গন্ডামারা ব্রিজ পর্যন্ত ডাকবাংলো সড়কের আড়াই কিলোমিটার অংশ এখনও ঝুঁকিপূর্ণ। এ সড়ক সংস্কার হলে শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং বর্ষা মৌসুমে জলকদরের আতঙ্ক থেকেও রক্ষা পাবে উপকূলবর্তী মানুষ।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত