সংলাপ সংবাদ: সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠন “সৃজন সাংস্কৃতিক সংসদ” এর উদ্যোগে ৭ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৃজনের প্রতিষ্ঠাতা জাহেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন পরিচালক মিসবাহ উল হক ইমন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা খোরশেদুল ইসলাম, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও ডিবেট বাংলাদেশের সাবেক সভাপতি এডভোকেট ইমরান হোসাইন, সৃজনের উপদেষ্টা ও বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেকুর রহমান চৌধুরী, কালিপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন এবং আলহাজ মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার দিকেও অভিভাবকদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান এবং সৃজনের শিক্ষামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। পরীক্ষায় সর্বাধিক বৃত্তি অর্জন করায় বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে সেরা শিক্ষা প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড এবং একজন অভিভাবককে সেরা অভিভাবক পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সৃজন প্রতিবছর এ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। গত ২০ ডিসেম্বর বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৭ম মেধাবৃত্তি পরীক্ষায় বাঁশখালীর প্রায় ৬০টিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ৮ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত