বাঁশখালী সংলাপ: “মশার বিস্তার রোধ করি—ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীর সরল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রহিম উল্লাহ, ইউপি সদস্য মো. নুরুর নবী, ইউপি সদস্য রহিমা বেগম সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, পরিত্যক্ত টায়ার, ক্যান বা ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে সেখানে নিয়মিত নজরদারি করতে হবে।
প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। ঘরে-বাইরে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা গেলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে হ্রাস পাবে।”
র্যালি শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত