বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সর্বসম্মতিক্রমে অনলাইনসহ সব ধরনের জুয়া নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) উপজেলা পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম।
সভায় জানানো হয়, অনলাইন জুয়া বর্তমানে গণউপদ্রব হিসেবে বিবেচিত হচ্ছে। তাই বাঁশখালী উপজেলায় যে কোনো ধরনের জুয়া, বিশেষ করে অনলাইন জুয়া, সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।
উপজেলা প্রশাসনের ঘোষণায় বলা হয়— অনলাইন জুয়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্টতা, ব্যবসা প্রতিষ্ঠান বা উন্মুক্ত স্থানে জুয়ার জন্য স্থান প্রদান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) ব্যবহার করে জুয়ার জন্য অর্থ সরবরাহ। এসব কর্মকাণ্ড বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
ইউএনও জামশেদুল আলম বলেন, “বাঁশখালীকে জুয়ামুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। যে কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উপজেলা প্রশাসনকে জানাতে পারেন। তথ্য প্রদানকারীর সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হবে।”
উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, সকলের সম্মিলিত সহযোগিতায় বাঁশখালীকে জুয়ামুক্ত একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলায় পরিণত করা সম্ভব হবে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত