বাঁশখালী সংলাপ: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে গণঅধিকার পরিষদের সম্ভাব্য এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আরিফুল হক তায়েফের নেতৃত্বে বাঁশখালী উপজেলা গণঅধিকার পরিষদের জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকাল ৫টায় চাম্বল বাজার থেকে প্রায় ১০–১২টি ট্রাক বহরে নেতাকর্মীরা বিশাল শোডাউন করে পদযাত্রা শুরু করেন। পরে গুনাগরি বাজার হয়ে বাঁশখালী উপজেলা চত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভায় পদযাত্রার সমাপ্তি ঘটে।
পথসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
অনুষ্ঠানে বাঁশখালী উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় এবং সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন—কামরুন নাহার ডলি, যুগ্ম সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ; ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন আকাশ, পার্বত্য বিষয়ক সম্পাদক, গণঅধিকার পরিষদ; মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা; আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদ কর্ণফুলী উপজেলা; আব্দুল ওয়াজেদ রিশাদ, সাংগঠনিক সম্পাদক, কর্ণফুলী উপজেলা; আনছার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, বাঁশখালী উপজেলা; তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাঁশখালী উপজেলা; মোহাম্মদ ইউছুপ, সংগঠক, বাঁশখালী উপজেলা।
এছাড়া পদযাত্রায় প্রায় ৬ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
পদযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা দাবি জানান— আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট আরিফুল হক তায়েফকে প্রার্থী করা হোক।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত