সংলাপ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ইসলামী ছাত্রশিবিরের হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে দারুল ইসলাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাস শেষে ওই মাদ্রাসা থেকে বের হওয়ার সময় শিক্ষার্থী তানভীর হায়দার, আমিনুল হক রাব্বি ও মিশকাতুল ইসলামকে লক্ষ্য করে বাইরে অপেক্ষমাণ বহিরাগত শিবিরকর্মীরা হামলা চালায়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের রক্ষা করেন।
এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে শিবিরকর্মীরা বিভিন্ন স্থান থেকে আরও লোক জড়ো করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা তায়েফসহ অন্তত ১০ জন আহত হন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদল নেতা তায়েফের পায়ের রগ কেটে দেয়। আহতদের মধ্যে রয়েছেন বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন আসিফ, শাহেদ তালুকদার, সায়মন, তানভীর হায়দার, রাব্বি, সায়েদসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আরও কয়েকজন এবং সাধারণ মানুষ।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজ।
বিবৃতিতে তারা বলেন, “বাঁশখালীতে সংঘটিত এ হামলার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। যারা বহিরাগত সন্ত্রাসী দিয়ে পরিকল্পিত এ হামলা ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তারা আরও বলেন, “মিথ্যাচার আর নৈরাজ্যের রাজনীতি করে কেউ পার পাবে না। রাজপথেই অপকর্মের জবাব দেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত