বাঁশখালী সংলাপ: অনিয়মের অভিযোগে দুই ডিলারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামশেদুল আলমের নেতৃত্বে নাপোড়া বাজার ও ছনুয়া ইউনিয়নের আব্দুল্লার দোকান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, নাপোড়া বাজারে ৪ জন উপকারভোগীর বস্তায় ২০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত চাল কম পাওয়া যায়। এ অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ডিলার মীর হামিদকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ছনুয়া ইউনিয়নের আব্দুল্লাহর দোকান এলাকায় ডিলার হেফাজ উদ্দিন মাস্টারের রোল, স্থিত বস্তা ও খালি বস্তার মধ্যে অসঙ্গতি ধরা পড়ায় তাকেও ৫০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম বলেন, “সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জনগণের অধিকার। এখানে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান শেষে ইউএনও সংশ্লিষ্ট ডিলারদের যথাযথভাবে চাল বিক্রির নির্দেশনা দিয়ে সতর্ক করেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত