শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী বাজার এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।
শনিবার বিকেলে গুনাগরি সাহেব মিয়া সিটি সেন্টারের ২য় তলায় অবস্থিত হেলথ কেয়ার সেন্টারে ডা. এম শামসুল আলম নামীয় ব্যক্তির চেম্বারে এ অভিযান পরিচালনা করা হয়।
শামসুল আলম কোনো প্রকার প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই একদিকে “ডা." পরিচয়ে ভিজিটিং কার্ড ব্যবহার করতেন এবং অন্যদিকে চিকিৎসাপত্রে নিজেকে “ডেন্টিস্ট” হিসেবে পরিচয় দিতেন। তিনি দীর্ঘদিন ধরে দাঁতের রুট ক্যানালসহ জটিল সার্জারির পাশাপাশি মা ও শিশু রোগের চিকিৎসাও দিয়ে আসছিলেন।
অভিযানের সময় তিনি স্বীকার করেন যে, তার এমবিবিএস বা বিডিএস কোনো ডিগ্রি নেই। কয়েক বছর একজন ডেন্টিস্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি নিজেই চেম্বার চালাচ্ছিলেন।
দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট তাকে ১ লাখ টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে আর চিকিৎসা কার্যক্রম চালাবেন না—এ মর্মে প্রতিশ্রুতি নেওয়া হয়। এসময় তিনি নিজেই তার সাইনবোর্ড অপসারণ করেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত