বাঁশখালী সংলাপ: সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসরত প্রবাসী বাঁশখালীয়ানদের উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রবাসীদের এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।
আয়োজনটি করেছে বাঁশখালী প্রবাসী অর্গানাইজেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদ কবির সিকদার এবং সঞ্চালনা করেন এম আতিকুর রহমান। অনুষ্ঠানটির স্পন্সর ছিলেন নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি ও এন টিভির রিয়াদ প্রতিনিধি ফারুক আহাম্মেদ (চাঁন)।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম, তালুকদার হারুনুর রশিদ, মোহাম্মদ ফরিদ, সোহেল মোহাম্মদ মাহাবু, আবু বক্কর সিদ্দিক, সাঈদুল ইসলাম, মহিউদ্দিন উদ্দীন (মুহিদ), মোহাম্মদ ফায়সাল, আহমদ হোসাইন, মোহাম্মদ ফারুক চৌধুরীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী বাঁশখালীয়ানদের কল্যাণে কাজ করে আসছে। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা।'
তারা আরও বলেন, "দেশ থেকে দূরে থাকলেও বাঁশখালীর টানে, প্রাণের প্রেমান্ধতায় আমরা একত্রিত হয়েছি। বন্ধুত্বের প্রণয়ে সিক্ত হয়ে এই মিলনমেলা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে।"
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্ব ও প্রবাসীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত