বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ কথিত সাংবাদিক নুরুল আলম মুজাহিদ (৪২) গ্রেফতার হয়েছেন। তিনি নিজেকে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার দাবি করলেও, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দীর্ঘদিনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা বেরিয়ে এসেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাঁশখালী প্রধানসড়কের পুঁইছড়ি ইউনিয়নের পুটখালী ব্রিজ এলাকায় জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই মো. জামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার নুরুল আলম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের রংগী খালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহান এলাকায় বসবাস করছেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। তাই মাদক ব্যবসায় জড়িত যে-ই হোক, সাংবাদিক বা জনপ্রতিনিধি—কেউ রেহাই পাবে না। এ অভিযানে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, গ্রেফতারের সময় নুরুল আলম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেন এবং একটি পরিচয়পত্রও প্রদর্শন করেন। তবে তদন্তে জানা যায়, তিনি সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
ঘটনার পর বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত