সংলাপ ক্রিড়া ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত যুব ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর সেমিফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী। সঞ্চালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন।
এ সময় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম মিনার, জুলাই যোদ্ধা আবরার হাসান রিয়াদ, শেখ ফখরুদ্দিন রাজু, চাম্বল ইউনিয়ন জামায়াত আমীর আবদুল জলিল মানিক, অ্যাডভোকেট আনিসুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রথম সেমিফাইনালে সরল ইউনিয়ন যুব একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে পুইছড়ি ইউনিয়ন যুব একাদশ। এ ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ ফরহাদ।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে কাথরিয়া ইউনিয়ন যুব একাদশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বৈলছড়ি ইউনিয়ন যুব একাদশ। এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাঈদুল ইসলাম। ম্যাচগুলো পরিচালনা করেন বিটু রাজ বড়ুয়া।
টুর্নামেন্টকে ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। আগামী দিনে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচ নিয়ে খেলোয়াড়, সমর্থক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন— মাওলানা আবদুর রহমান, মাস্টার নুরুল কবির, মুহাম্মদ আবু তৈয়ব, মো. কফিল উদ্দিন, শিবির নেতা মোস্তাক আহমদ, মোরশেদুল আলম, আনোয়ার হোসাইন, জাহেদুল ইসলাম, মুহাম্মদ সিরাজ, মুহাম্মদ ছগির সিকদার, ওসমান গণি, নবী হোসাইন, গাজী কামরান, রাশেদ আকবর প্রমুখ। ধারাভাষ্য প্রদান করেন এনামুল হক রাহাত।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত