বাঁশখালী সংলাপ: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পুইছড়ি কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম উদ্দিন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: নির্বাহী সভাপতি মো. জয়নাল আবেদিন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সুমন দে, শাহনাজ পারভিন মুন্নী, সহ-সভাপতি ওমর ফারুক, জসিম উদ্দিন ছিদ্দিকী, আবুল কালাম, আফরোজা বিলকিছ, ববিতা দাশ, নির্বাহী সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোছাইন, ফরিদা ইয়াছমিন, যুগ্ম সম্পাদক নুরুল হক, মো. জাহাঙ্গীর আলম, সুলতানা বাজেকা, সহ-সম্পাদক তশরীফ উল্লাহ্, মনচুর আলম, সেলিনা জাহান, সাংগঠনিক সম্পাদক আরিফ মোর্শেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ছরয়োর আলম, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে আতেকা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শান্তা বড়ুয়া লোপা, অর্থ সম্পাদক আব্দুল মালেক, সহ-অর্থ সম্পাদক আইয়ুব উসমানী, দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, শিক্ষা সম্পাদক মু. শহীদুল ইসলাম, সাহিত্য সম্পাদক মো. ছরয়োর আজাদ, ধর্ম সম্পাদক জাহেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক চপল দাশ, যোগাযোগ সম্পাদক নুরুল হক, প্রচার সম্পাদক রেজাউল আজিম, সমাজকল্যাণ সম্পাদক মছউদুর রহমান, সমবায় সম্পাদক জসিম উদ্দিন, মিডিয়া সম্পাদক মো. জয়নাল আবেদীন, প্রকাশনা সম্পাদক পলাশ দাশ, আইসিটি সম্পাদক মো. এয়াছিন, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল ফারুখ, প্রযুক্তি সম্পাদক হাছান উদ্দিন এরফান, ত্রাণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, আইন সম্পাদক হেলাল উদ্দিন।
কমিটিতে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের বিভি্ন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহীম কর্তৃক স্বাক্ষরিত অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী চার বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত এই কমিটি শিক্ষক সমাজের সার্বিক কল্যাণে নিবেদিতভাবে কাজ করবে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত