সংলাপ সংবাদ: আল-আমীন সংঘের ব্যবস্থাপনায় এবং মজুমদার ফাউন্ডেশনের সহযোগিতায় ১৪তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি প্রদান, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালীর গুনাগরিস্থ নূর জাহান কনভেনশন হলে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালক ও আল-আমীন সংঘের চেয়ারম্যান জহির উদ্দিন মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এন. এম. নাছির উদ্দীন।
সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফারুক হোসেন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী। এছাড়াও সংবর্ধিত মাহমুদুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে বক্তব্য রাখেন তাঁর ছেলে মাহতাবউদ্দিন মাহমুদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম পাপ্পা ও ডা. ফররুখ আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী (কালীপুর ইউনিয়ন), চেয়ারম্যান মাওলানা এনামুল হক (বাঁশখালী আধুনিক হাসপাতাল), প্রধান শিক্ষক আবুল হাশেম (পেকুয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়), মো. মশিউর রহমান আরিফ (চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়), শিক্ষানুরাগী উদয় শেখর দত্ত, আলহাজ্ব নবী হোসাইনসহ আরও অনেকে।
বক্তব্যে গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীদের মানসিক বিকাশে সচেতন ভূমিকা রাখার উপর। এ সময় বক্তারা বলেন, "আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। অভিভাবকদের উচিত তাদের হাতে অপ্রয়োজনে মোবাইল ফোন না দিয়ে নৈতিক ও শিক্ষামূলক বিকাশে সহযোগিতা করা।"
অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত