ক্রিড়া ডেস্ক: বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ইউনিয়নভিত্তিক ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আত্মঘাতী গোলের সুবাদে সেমিফাইনাল নিশ্চিত করেছে বৈলছড়ি ইউনিয়ন। প্রতিপক্ষ বাহারচরা ইউনিয়নের এক আত্মঘাতী গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
শুক্রবার বিকেলে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে বাহারচরা বনাম বৈলছড়ির মধ্যকার জমজমাট খেলায় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও গোলের দেখা মেলেনি। ম্যাচের প্রথমার্ধে হঠাৎ করেই একটি আত্মঘাতী গোল করে বসে বাহারচরা ইউনিয়ন, যা বৈলছড়িকে ১-০ গোলে জয় এনে দেয় এবং সেমিফাইনালের প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করে নেয়।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বৈলছড়ি ইউনিয়নের জাহেদুল ইসলাম, যিনি পুরো খেলায় দুর্দান্ত পারফর্ম করে প্রতিপক্ষের আক্রমণভাগ রুখে দেন। খেলা শেষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।
উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মুহাম্মদ জসিম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুব বিভাগের সেক্রেটারী উপাধ্যাক্ষ মুহাম্মদ শাহাদাত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুব বিভাগ পৌরসভা সভাপতি আবু তৈয়ব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুলাই যোদ্ধা জিয়াদ ইবনে হোসাইন, মুহাম্মদ আশরাফ হোসাইন, মুহাম্মদ আনোয়ার হোসাইন, আবদুল মালেক, রায়হান উদ্দিন বাচ্চু, জহির উদ্দিন মজুমদার, গাজী কামরুল ইসলাম কামরান, আবুল কাসেম সোহাগ, মুহাম্মদ শাহেদ আলী, খালেদ হক, এনামুল হক রাহাত, অ্যাডভোকেট ইয়াছিন, রাশেদ আকবর এবং সাংবাদিক শিব্বির আহমদ রানা।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মাঝে শারীরিক ও মানসিক উন্নয়ন ঘটানো এবং নৈতিক নেতৃত্ব বিকাশই মূল উদ্দেশ্য।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত