বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সফল অভিযানে নারীসহ চার মাদক কারবারিকে ১ হাজার ৯শত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেটকারসহ আটক করা হয়েছে।
সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে বাঁশখালী পৌরসভার জলদী এলাকায় থানার মূল গেইটসংলগ্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ।
অভিযান পরিচালনা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, এসআই গৌর চন্দ্র সাহা এবং সঙ্গীয় ফোর্স।
আটক ব্যক্তিরা হলেন- গাজীপুরের মো. মাঈনউদ্দিন (৩০), মোকারম মিয়া ওরফে মোশারফ (২৬), ময়মনসিংহ এর মো. মিনহাজুল হাসান মিলন (৩০) এবং তামান্না আক্তার (১৯)।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৯শত ৪০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “মাদক নির্মূলের লক্ষ্যে বাঁশখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নারী কিংবা পুরুষ—অপরাধীর কোনো পরিচয় নেই। সমাজকে মাদকমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত