শিব্বির আহমদ রানা: মেরিন চীফ ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরীকে পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রেসিডেন্ট মনোনীত করায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী নিজেই। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জুলাইয়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, "আজ আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হতে পেরেছি বিশেষ করে জুলাই বিপ্লবের ফলেই। আমি সেই আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলাম। নতুন একটি ফ্যাসিস্টমুক্ত দেশ উপহার দেওয়ায় জুলাইয়ে যুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।''
প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, "এই বিদ্যালয় থেকেই একদিন একজন ড. ইউনূসের মতো লরিয়েট জন্ম নেবে—এটাই আমাদের প্রত্যাশা। আমাদের উচিত লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়া। আমরা এই স্কুল থেকে কিছু নিতে আসিনি, দিতে এসেছি।"
সভায় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে স্কুল ফান্ডে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী বলেন-"এ বিদ্যালয়ের সাথে আমাদের নাড়ির সম্পর্ক। বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা দূরীকরণে আমরা যৌথভাবে কাজ করবো। দক্ষিণ চট্টগ্রামে একটি মডেল বিদ্যায়লের স্থান দখল করবে এ বিদ্যাপীঠ এমনটাই প্রত্যাশা করেন তিনি।"
মো. শহীদুল আলম ও মোহাম্মদ কামাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- ডা. মোস্তাফিজুর রহমান আশেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা ছিদ্দিকী, দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কচির উদ্দিন, আয়োজক কমিটির আহ্বায়ক মো. নুরুল হোছাইন, গোলাম কিবরিয়া, শিল্পী রিদুয়ানুল কবির চৌধুরী, অ্যাডভোকেট মিজবাহ উদ্দীন, বাঁশখালী থানার উপপরিদর্শক জামাল হোসাইন, মাস্টার শাহজাহান, আমির হোছাইন, মানবিক কর্মী ওসমান গনী, সাহাব উদ্দীন ও মো. নাদির।
সভার শেষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আন্তরিক মিলনমেলা ও বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
ছবি: প্রধান অতিথির বক্তব্য রাখছেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত