বাঁশখালী সংলাপ: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাছির পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা ও পৌরসভা ছাত্রদল এবং বিভিন্ন কলেজ শাখার নেতাকর্মীদের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে মাতৃসদন হাসপাতাল চত্বর থেকে মিছিল শুরু হয়ে মিয়ার বাজার পদক্ষিণ করে থানা মোড় হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর ও ফরহাদুল ইসলাম। বক্তব্য রাখেন ছাত্রদল নেতৃবৃন্দ ও যুবদল, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা।
এ সময় বক্তারা বলেন, “ফ্যাসিস্ট শাসক হাসিনার আমলে সালাহউদ্দিন আহমেদের মতো মেধাবী, পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতাকে নিয়ে কটুক্তি করে জনতার হৃদয়ে আঘাত করা হয়েছে। এনসিপি নেতা নাছির পাটোয়ারীর এই মিথ্যাচারের বিরুদ্ধে কক্সবাজারসহ সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।”
তারা আরও বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। কিন্তু যদি সালাহউদ্দিন আহমেদকে নিয়ে আবারও মিথ্যাচার করা হয় বা জনতার ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়, তবে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক ময়দান থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নুরুল আলম, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, এস এম শহীদ, পৌর যুবদলের আহ্বায়ক তমিজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, সাবেক ছাত্রনেতা জুনায়েদ শিকদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাইফুল আলম, শাহেদ আকবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, এটিএম কফিল উদ্দিন, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট মাহমুদুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী।
এছাড়াও বিভিন্ন কলেজের ছাত্রদল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সহ-সভাপতি তানিম, সরকারি আলাওল কলেজের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, উপকূলীয় ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক নাইম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন হৃদয় এবং অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা অবিলম্বে নাছির পাটোয়ারীর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত