নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে মসজিদের মাইক ও ইঞ্জিন সেটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইমামের নাম মাওলানা আজগর হোসাইন (৩০)। তিনি উপজেলার কাথরিয়া ইউনিয়নের দক্ষিণ কাথরিয়া ৫ নম্বর ওয়ার্ডের জলকদর খালসংলগ্ন এলাকার বাসিন্দা এবং স্থানীয় জেবল হোসেনের পুত্র।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কাথরিয়া ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন একটি নতুন মসজিদের মাইক ও ইঞ্জিন স্থাপনের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমাম মাওলানা আজগর হোসাইন কাথরিয়া বাগমারাস্থ একটি জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন।
নিহতের চাচা মো. জসিম উদ্দিন জানান, “জলকদর খালসংলগ্ন বেড়িবাঁধের পাশে নতুন একটি মসজিদের উদ্বোধনের প্রস্তুতি চলছিল। সেখানে ইলেকট্রনিক সরঞ্জাম সেটআপের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা আজগর হোসাইন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।”
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুনাগরি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত