বাঁশখালী সংলাপ:: বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমীর, আমীরুল মুজাহিদীন চরমোনাই পীর আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম-এর বাঁশখালী আগমনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী পৌরসভা শাখা।
এক বিবৃতিতে পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের বলেন, “বর্তমান বাংলাদেশের ইসলামি শক্তির ঐক্যের প্রতীক চরমোনাই পীর সাহেব হুজুরের বাঁশখালী সফর সফল ও সার্থক হোক—আমরা এ দোয়া করি। আল্লাহ তায়ালা যেন তাঁকে দীর্ঘ হায়াত ও সুস্থ জীবন দান করেন।”
তিনি আরও বলেন, “হুজুরের আগমন উপলক্ষে আয়োজিত বিভিন্ন সমাবেশের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আন্তরিক অনুরোধ জানাই।”
আজ রোববার (১৩ জুলাই) বাঁশখালীতে চরমোনাই পীরের সফরকে কেন্দ্র করে ইসলামপ্রিয় জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এদিন তিনি বাঁশখালীতে দু'টি সমাবেশে যোগদান করবেন। তিনি বিকেল আড়াইটার সময় চাম্বলস্থ আয়ান পার্কের হলরুমে ওলামা-মাশায়েখদের নিয়ে ও বাদ আছর জলদি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হালকায়ে জিকির ও দোয়া মাহফিলে যোগদান করবেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত