বাঁশখালী সংলাপ: আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলা সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ সোসাইটি'র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার (৬ জুলাই) বাঁশখালীর জলদী ইউছুফ মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী। তিনি বলেন, “ফ্রেন্ডশিপ সোসাইটি সমাজে নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতের নেতৃত্ব এই সংগঠনকে আরো গৌরবোজ্জ্বল পর্যায়ে নিয়ে যাবে।”
সাবেক সভাপতি এন.এম. নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সভাপতি ওসমান গণি মুজাহিদ ও সাধারণ সম্পাদক মো. রিদুয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ সোসাইটির উপদেষ্টা মুফিজুর রহমান, আমির হোসাইন কোম্পানি, মো. হোসাইন, শহীদুল হক চৌধুরী, আমিনুর রহমান, আনোয়ার, মঞ্জুর কোম্পানি, মর্তুজা আলী, সরোয়ার আলম ইসমাইল।
প্রধান মুখপাত্র হিসেবে বক্তব্য রাখেন এটিএম কফিল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন স্থায়ী পরিষদের সদস্য মো. শোয়াইব, শাহেদ আকবর চৌধুরী, মো. নুরু, শাকের উল্লাহ, হারুনুর রশিদ শামীম। তথ্য প্রযুক্তি ও মিডিয়া সেলের দায়িত্ব পালন করেন মো. জসিম উদ্দিন।
নবগঠিত কমিটির অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: সহ-সভাপতি: আতিকুর রহমান মানিক, জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান, মো. ইউছুপ, মো. ইছহাক, মাহমুদুল ইসলাম, রিফাদুল ইসলাম রুবেল, পারভেজ খান জয়, মো. শরীফ, আবদুল আল আলীম, মো. ইউনুছ; যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ, মো. জমশেদ, জামাল উদ্দিন, আব্দুল মন্নান, নুরুল হক, বেলাল উদ্দিন, আলমগীর আহমেদ লাবীব, সহ-সাধারণ সম্পাদক: মোশাররফ হোসেন রকি, সাংগঠনিক সম্পাদক মো. করিম উদ্দিন, হারুনুর রশিদ রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক: ছমুদুল হক, মো. নাঈম, প্রচার সম্পাদক ইপন বিন এ রহমান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সৈকত; সহ-অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ, ক্রীড়া সম্পাদক মিশকাত; সহ-সম্পাদক শহিদ, পাঠাগার সম্পাদক মো. মিনার, মো. দেলোয়ার, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিবুল ইসলাম হিমেল। সদস্য: হাবিব, মো. আলমগীর, মোহাম্মদ আনোয়ার, আব্দুর রহমান, সেলিম, বাবু, দিদার, মো. এহসান, মো. ফখরুদ্দীন, মো. বেলাল, মো. তামজিদ, মো. রিদুয়ান, টিপু মানিকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা ও সমাজ গঠনে ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত