দীর্ঘ ২৫ বছরের ঐতিহ্যবাহী সামাজিক ও অরাজনৈতিক সংগঠন আদর্শ নাগরিক ফোরাম-এর চট্টগ্রাম মহানগর কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা রবিবার, ৬ জুলাই ২০২৫ চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর কমিটির আহবায়ক মো. আবদুর রহিম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু ওবাইদা আরাফাত।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ নাগরিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ বাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন সাজ্জাদ উদ্দিন ও সাবেক সভাপতি এম ওসমান গণি।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে মো. আবদুর রহিম-কে সভাপতি ও আবু ওবাইদা আরাফাত-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি মো. আসাদুল্লাহ খালিদ, মো. শহীদুল আলম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. এনামুল হক, অফিস সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আরিফুর রহমান; সদস্য: হাফেজ মাহমুদুল হাসান, মোহাম্মদ আলী, এম এ কাশেম প্রমুখ।
উল্লেখ্য, আদর্শ নাগরিক ফোরাম দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা, খৎনা ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন করে আসছে।
-প্রেসবিজ্ঞপ্তি!
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত