সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে খেলাধূলার বিকল্প নেই- বক্তারা
বাঁশখালী সংলাপ: বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী "জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২৫" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে বাঁশখালী কালীপুর এজহারুল হক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে এই টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব বিভাগ বাঁশখালীর সভাপতি খোরশেদ আলী চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ নাছের, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল, শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবদুর রহিম ছানুবী, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবু তাহের, মাওলানা এনামুল হক জিহাদি, জি.এম. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, নুরুল আমীন সিকদার, আলী নেওয়াজ চৌধুরী ইরান, মাওলানা মুজিবুর রহমান, সাদুর রশিদ চৌধুরী, রামদাশ হাঁট পুলিশ ফাড়ির ইনচার্জ তপন কুমার বাগচী, শেখ ফরিদ উদ্দীন চৌধুরী রাজু, দেলোয়ার হোসাইন, শোয়াইবুর রহমান, সিরাজুল ইসলাম ও জালাল উদ্দিন ঝিনুক।
[video width="1280" height="720" mp4="https://www.banshkhalisanglap.com/wp-content/uploads/2025/07/VID-20250705-WA0029.mp4"][/video]
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জসিম উদ্দিন। রেফারির দায়িত্বে ছিলেন হেলাল উদ্দিন এবং ধারাভাষ্য প্রদান করেন যুব দায়িত্বশীল এনামুল হক রাহাত।
উদ্বোধনী ম্যাচে কালীপুর একাদশ ১-০ গোলে পুকুরিয়া একাদশকে পরাজিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মো. কাইয়ুম। দিনের দ্বিতীয় খেলায় ট্রাইব্রেকারে বাহারচরা ৪-৩ গোলে পৌরসভা উত্তর একাদশকে পরাজিত করে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন মুহাম্মদ ইব্রাহীম।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলসমূহ অংশগ্রহণ করছে। আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতিতে যুক্ত করতেই এই টুর্ণামেন্টের আয়োজন।
'বাঁশখালী সংলাপ.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিয়োচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
'বাঁশখালী সংলাপ.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিখড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত