শিব্বির আহমদ রানা:: মাত্র ১২০ টাকা খরচে কোনো ঘুষ কিংবা তদবির ছাড়াই পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৫ তরুণ। অনলাইনে আবেদন করেই এই নিয়োগের সুযোগ পান তারা। স্বচ্ছ ও নিরপেক্ষ এই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে তারা যেমন গর্বিত, তেমনি কৃতজ্ঞও।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় বাঁশখালী থানার ওসি কার্যালয়ে নবনিযুক্ত কনস্টেবলদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন- থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার, এসআই মো. আরিফ হোসাইন, বিভাষ কুমার শাহা ও দয়াল চন্দ্র ভৌমিক।
চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া কনস্টেবলরা হলেন বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন- মো. রায়হান, সাইদুল ইসলাম সাইদ, মোহাম্মদ আদনান উদ্দিন ইব্রাহিম, মিজানুর রহমান, এম হাসান মামুন, মিজবাহুর রহমান, ইমন দাশ, আব্দুল্লাহ আল নোমান রিয়াদ, মোহাম্মদ বোরহান উদ্দিন, নাঈম বিন মো. তামিম, মো. তানভীরুল ইসলাম, মো. মোনতাছিরুল ইসলাম (রাব্বি), মো. ইরফাত হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো. তৌহিদুল ইসলাম।
তারা বলেন, "মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি, এমনটা স্বপ্নেও ভাবিনি। আগে শুনতাম চাকরির জন্য বড় অঙ্কের টাকা লাগে। কিন্তু আজ নিজেই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে বুঝলাম, ইচ্ছা আর যোগ্যতা থাকলেই সম্ভব।"
নবনিযুক্ত কনস্টেবল মিজবাহুর রহমান বলেন, "সামান্য কিছু খারাপ ঘটনার জন্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমি চাই, নিজের কর্মের মাধ্যমে মানুষের সেই নেতিবাচক ধারণা বদলে দিতে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনই হবে আমার অঙ্গীকার।"
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, "এই নিয়োগে কোনো রকম তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ ছিল না। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এটি বাঁশখালীর জন্য আনন্দের একটি খবর। নতুনদের প্রতি আমার আহ্বান—সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালন করবে তারা।'
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত