বাঁশখালী সংলাপ: আগামী ১৩ জুলাই ২০২৫, রবিবার, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সফরে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর, আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
আয়োজক সূত্রে জানা গেছে, চলমান ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তিনি। ধর্মপ্রাণ জনপদের মানুষদের প্রতি তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, পীর সাহেব চরমোনাই ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-এর অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব হিসেবে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। এবারও রাজনৈতিক-সামাজিক পরিবর্তনের লক্ষ্যে দেশজুড়ে গণসংযোগে নেমেছেন তিনি।
বাঁশখালীতে তাঁর সফরসূচির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে: "বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ-মাহফিল ও হালকায়ে জিকির" এবং "ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সমাবেশ"।
এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখার প্রাক্তন সভাপতি মোবারক হোছাইন আসিফ অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে স্থানীয় নেতাকর্মী ও দ্বীনি ভাইদের সহযোগিতা চেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত