সংলাপ সংবাদ: চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত হলো “হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষা ২০২৪”-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় শীলকুপ হাজী সুলতান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও গুম থেকে ফিরে আসা সাহসী ছাত্রনেতা মফিজুর রহমান আশিক।
তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ ছাত্রদের হাতেই। তারাই আগামী দিনে বাংলাদেশকে দুর্নীতি ও নিপীড়নমুক্ত একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করবে। বিএনপি ইতোমধ্যে শিক্ষার অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন ইতিবাচক পরিকল্পনা গ্রহণ করেছে এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
ছাত্রনেতা আশিক আরও বলেন, “যদি আমরা শিক্ষার্থীদের মাঝে সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিতে পারি, তাহলে তারাই হবে দেশের রূপকার। আর সেই লক্ষ্যেই কাজ করছে বিএনপি।”
তিনি বিগত জুলাই মাসে চাম্বল, জলদি ও গুনাহগরীতে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগ তুলে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্দেশনায় সন্ত্রাসীরা গুলি চালিয়েছিল। আমি সেই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। বাংলাদেশে আর কোনো অন্যায়, দুর্নীতি, গুম, খুন সহ্য করা হবে না। জনগণের সহায়তায় এসব শক্ত হাতে প্রতিরোধ করা হবে।”
বাঁশখালীর রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আশিক বলেন, “যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দেন, তবে আমি বাঁশখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। প্রতিটি মানুষকে নিশ্চিত করব স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা।”
তিনি আরও বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই হবে আমার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য। গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে আমি বদ্ধপরিকর।”
শেষে তিনি আয়োজক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই ধরনের বৃত্তি পরীক্ষা ও সম্মাননা অনুষ্ঠান শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়। আমি আশাবাদী, ভবিষ্যতে বাঁশখালী হবে জ্ঞান, নৈতিকতা ও উন্নয়নের রোল মডেল।”
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত