বাঁশখালী সংলাপ প্রতিনিধি: বাঁশখালী উপজেলার ১২ নম্বর ছনুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মধুখালি সড়কটি সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে এবং জোয়ারের পানির চাপে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়কের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় ও ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়।
বৃষ্টি কমার পরপরই ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী নিজে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি প্রায় ৪০ জনের অধিক শ্রমিক নিয়ে তাৎক্ষণিকভাবে ভেঙে যাওয়া সড়কটির মেরামত কাজ শুরু করেন।
এ সময় এলাকার সাধারণ জনগণ তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সড়ক মেরামতের সময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রদলের সংগঠক কাইছার আহমেদ ছানুবী ও মোহাম্মদ নুরুন্নবীসহ অনেকে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও দ্রুত সমস্যার সমাধানে সহায়ক হবে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার প্রমাণ বহন করে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত