বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। জলদি অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বন্যপ্রাণির আবাসস্থল সংকুচিত হওয়ায় হাতির চলাচলের পথ পরিবর্তিত হচ্ছে। ফলে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব বাড়ছে। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, বনাঞ্চল সংরক্ষণ ও নিরাপদ করিডোর গঠনের উদ্যোগ নিয়েছি।'
এসময় ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী সরকারি অনুদানের ৪ লক্ষ ৯৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বন বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত