বাঁশখালী সংলাপ ডেস্ক: বাংলাদেশ পুলিশের 'চট্টগ্রাম জেলা পুলিশ' নামে এক ফেইসবুক পেইজে 'Whatsapp' ব্যবহারকারীদের প্রতি পোস্টে এক সতর্কবার্তা প্রদান করা হয়। বিভিন্ন রকম প্রতারণা থেকে রক্ষা পেতে সমাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসএ্যাপ ব্যবহারকারীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয় এ সতর্ক বার্তায়।
'চট্টগ্রাম জেলা পুলিশ' এর ফেইসবুক আইডিতে দেওয়া সতর্ক বার্তাটি হলো- 'সাম্প্রতিক কিছু দুষ্কৃতিকারী WhatsaApp এ উর্দ্ধতন পুলিশ অফিসারদের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে বিকাশ/নগদ/রকেট এর মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। কোনভাবেই টাকা লেনদেন না করার বলা হলো। এ ব্যাপারে সকলকে অধিকতর সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।'
এ পোস্টে আরও বলা হয়, 'কোন প্রতারক এ ধরণের ভুয়া মোবাইল নং ব্যবহার করে WhatsApp এ কল বা ম্যাসেজ দিলে ০১৩২০১০৮৩৯৮ নম্বরে বা Inbox এ দেওয়ার জন্যে অনুরোধ করা হলো।'
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত