শিব্বির আহমদ রানা::
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম। শনিবার (২১ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি সাইফুল ইসলামকে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এ সময় অনুষ্ঠানে ওসি সাইফুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
জানা যায়, চলতি বছরের গত মে মাসে থানার আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অগ্রণী ভূমিকা রাখায়, বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমনসহ গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিতে তাঁর তৎপরতা ছিল দৃশ্যমান এবং প্রশংসনীয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'বাঁশখালীতে যোগদানের পর থেকে চেষ্টা করেছি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও পুলিশি সেবা নিশ্চিত করতে। আমার এ সম্মান এককভাবে অর্জন নয়। এটি বাঁশখালী থানায় কর্মরত সকল সহকর্মীদের দায়িত্বশীলতা একাগ্রতা ও পেশাদারিত্বের ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। কাজের স্বীকৃতি সামনে চলার পথকে ও দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়।'
উল্লেখ্য, এদিন একই থানা হতে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই লুৎফুর রহমান, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই জামাল হোসেন এবং সিডিএমএস এ শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার রুবেল চন্দ্র সিংহ নির্বাচিত হন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত