সংলাপ প্রতিবেদন::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার' সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের বাঁশখালীতে উদীয়মান ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কেন্দ্রী য়বিএনপি প্রতিনিধি দল।
আগামী সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার পশ্চিম পুঁইছড়ি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে ইজ্জতিয়া স্কুলের সামনে এই সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
'আমরা বিএনপি পরিবার' সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, প্রতিনিধি দলটির নের্তৃত্ব দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এছাড়াও প্রতিনিধি দলে থাকবেন সংগঠনের আহ্বায়ক ও সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, সংগঠনের উপদেষ্টা, সদস্য সচিব, অন্যান্য সদস্যবৃন্দ এবং দলের স্থানীয় নেতাকর্মীরা।
মোহাম্মদ আশির উদ্দিন, বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের একজন প্রতিভাবান তরুণ। তিনি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে নিজ গ্রামে গড়ে তুলেছেন 'এয়ারক্রাফট মেইনটেন্যান্স ল্যাব' নামে একটি ক্ষুদ্র গবেষণাগার।
তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সামরিক বাহিনী তাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে। এখন পর্যন্ত তিনি ১০টি কার্যকর ড্রোন তৈরি করেছেন। প্রতিটি ড্রোন তৈরিতে তার ছয় সদস্যের টিম কাজ করে এবং সময় লাগে ১০-১৫ দিন।
ড্রোনগুলোর মধ্যে ১০ কেজি ওজনের ড্রোনের মূল্য ৩ থেকে ৪ লাখ টাকা এবং ২০ কেজি ওজনের ড্রোনের দাম প্রায় ৬ লাখ টাকা পর্যন্ত হয়।
আশির উদ্দিনের এই অর্জনকে উৎসাহিত করতেই বিএনপি নের্তৃত্বাধীন প্রতিনিধি দল সরেজমিনে তার সঙ্গে সাক্ষাৎ করতে বাঁশখালীতে যাচ্ছেন।
মাত্র ১৫বর্গফুট আয়তনের এই ল্যাবে তিনি ২০১৬ সাল থেকে প্রায় ৬০০ টি বিমান মডেল নির্মাণ করেছেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত