বাঁশখালী সংলাপ:: সরকারি আলাওল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শুক্রবার বিকেলে সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত শেষে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
সৌজন্য সাক্ষাতে আসা নেতৃবৃন্দদেরকে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এক অনাড়াম্বর পরিবেশে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমূখ করান। ফুলের শুভেচ্ছা বিনিময় শেষে সরকারি আলাওল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি তানভিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীনের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, 'ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি দলের আস্থা, নেতৃত্বের প্রতি বিশ্বাস, এবং ছাত্রসমাজের প্রত্যাশা অনেক বড়। এই দায়িত্ব কেবল একটি পদ নয়, বরং এটি একটি আদর্শ, একটি আন্দোলনের অংশীদারিত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের পথে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা জানি, ছাত্রদল মানেই প্রতিরোধ, সংগ্রাম ও নেতৃত্বের প্রতীক। আপনাদের হাত ধরেই আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ জেগে উঠবে।'
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুর, যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম, সদস্য মোহাম্মদ তৈয়ব, উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন আসিফ, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা জাকের উল্লাহ, তারেকুর রহমান, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সহসভাপতি রিফাতুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সরওয়ার কামাল রিজভী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট, ছাত্রদল নেতা আরফাতুল ইসলাম, সাইফুল ইসলাম, জুবাইর, সরওয়ার, বাদশা, নেজাম ও আলী ইসলাম প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত