শিব্বির আহমদ রানা::
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি তিনটি আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (১১ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা গেইট এলাকায় স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
আটককৃতরা হলেন, কক্সবাজারের পেকুয়া থানার টৈটং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফজলুল করিম চৌধুরীর পুত্র মোঃ সাখাওয়াত হোসেন (২৭) এবং বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার বাজার এলাকার আহমদ হোসনের পুত্র মোঃ ইলিয়াস (৪১)।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা দুইজনের কাছ থেকে পুরাতন চেক লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় দুটি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো লোহার ও কাঠের অংশে ভাগ করা ছিল।
পরে দুপুরে থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ। উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম ও তদন্ত ওসি শুধাংশু শেখর হালদার।
সংবাদ সম্মেলনে এএসপি সোহাগ বলেন, “গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম শহরের মইজ্জারটেক এলাকায় নিয়ে যাচ্ছিল।”
বাঁশখালী থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত