সংলাপ প্রতিনিধি::
চাম্বল-শেখেরখীল-ছনুয়া রিকশা, ভ্যান চালক ও অটোরিকশা সি.এন. জি (৪ স্টোক) বহুমুখী শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ (রেজিঃ ৭২১৯) এর উদ্যোগে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টার দিকে বাঁশখালী উপজেলার চাম্বল বাজারস্থ প্রধানসড়কের বাসস্টেশন থেকে শুরু হওয়া র্যালীটি প্রদক্ষিণ করে মান্নান টাওয়ারে মিলিত হয়।
শ্রমিক নেতা ফজলুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা আমান উল্লাহ, জসিম উদ্দিন, মো. হোসেন, মো. সেলিম, রিয়াজ উদ্দিন।
এ সময় শ্রমিক নেতারা বলেন, 'আমরা শ্রমিকরা সবসময় নির্যাতীত। আমাদের চাম্বল স্টেশন থেকে পুলিশকে ডিউটির জন্য প্রতিদিন একটি করে গাড়ি দিই। আমাদের কোনো গাড়ী ভাড়া, ভাতের বিল, তেলের বিল পর্যন্তও তারা দেয় না। বিনিময়ে আমাদের ড্রাইভারদের ধরে ধরে একটি করে মামলা দিয়ে দেয়। দশ হাজার টাকা জরিমানা করে, সাতশো টাকার সরকারী রশিদ ধরিয়ে দেয়। বাকী টাকা কোথায় যায় জানি না।'
তারা আরও বলেন, 'চাম্বল বাজার এলাকায় আমরা স্বৈরশাসক আমলে একটি জায়গা নির্বাচন করে ভরাট করি যাতে গাড়ী রাখার স্টেশন হয়। তাও স্বৈরচারের দোষররা দখল করে নেয়। প্রধান সড়কেই আমাদের গাড়ীগুলো রাখতে হয়। এতে নানাভাবে হয়রানীর শিকার হই। হুমকি দেয়, মারধর করে। উপজেলা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আমাদের কে একটি স্টেশনের ব্যবস্থা করে দিন। অন্তত আমাদের বসার জায়গা করে দেন।'
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত