অনলাইন ডেস্ক:::
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬ তম আসরের আবারও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে এবারও তিনি কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। জব্বারের বলীখেলা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল এই তথ্য নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ১১৫ তম আসরেও কুমিল্লার হোমনার বাঘা শরীফ চ্যাম্পিয়ন হন। এই আসরে রানার আপ হয়েছেন কুমিল্লারই আরেক বলী রাশেদ। শতবর্ষী এই বলীখেলায় ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন কুমিল্লার শাহজালাল বলী। আর রানারআপ হন চকরিয়ার তারিকুল ইসলাম (জীবন) বলী।
এবারের আসরে অংশ নিয়েছেন ১৪৭ জন বলী (কুস্তিগীর)। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছেন জাতীয় পর্যায়ের খেলোয়াড়রাও। অংশ নিয়েছেন গত আসরের সেমিফাইনালিস্ট রাসেল, রাশেদ এবং সৃজন চাকমাও।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত