বাঁশখালী সংলাপ:::
বাঁশখালীর সরল ইউপির জঙ্গল পাইরাংয়ের পাহাড়ি এলাকায় বন্যহাতি হত্যার ঘটনায় সরওয়ার হোসেন ও জাফর আহমদ নামের দুইজনকে ষড়যন্ত্রমূলক আসামী করে মামলা করার প্রতিবাদে এবং মামলা থেকে তাদের অব্যাহতি দেয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার প্রধান সড়কের বৈলছড়ি ইউপির চেচুরিয়া বাজারে স্থানীয় শতাধিক মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহীম খলিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দত্ত, বিএনপি নেতা মোজাম্মেল হক সিকদার, ইউপি সদস্য আবদুল আলীম, রফিক আহমদ, হাসান আলী লেদু, আহমদ হোসাইন, রওশন আলী, সাহাব মিয়া, ফজল করিম, নুরুল কাদের, মো. আরিফ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, 'যেই হাতি হত্যার ঘটনায় সরওয়ার হোসেন, জাফর আহমদকে আসামী করে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ হয়রানিমূলক। যেদিন হাতিটির মৃত্যুর ঘটনা ঘটেছে সেদিন সরওয়ার ছিলেন ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে। কিন্তু তাকেও হাতি হত্যা মামলায় এজাহারনামীয় আসামী করা হয়েছে। যেই স্থান থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়েছে সেই জায়গাটি সরওয়ারের হওয়ায় তাকে মামলায় আসামী করা হয়েছে। মূলত বনবিট কর্মকর্তা আলমগীর হোসেন এই হাতি হত্যার সাথে জড়িত। তার যোগসাজশেই শিকারি চক্র হাতিটি হত্যা করে দাঁত ও পায়ের নখ কেটে নিয়ে গেছে। নিজেকে রক্ষা করতেই বনবিট কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সাথে জড়িত নয় এমন ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই হয়রানিমূলক মামলা থেকে সরওয়ার হোসেন ও জাফর আহমদকে অব্যাহতি না দিলে সবাইকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একইসাথে চাঁদাবাজিসহ বন বিভাগের সকল অপকর্মের শ্বেতপত্র জনতার সামনে প্রকাশ করা হবে।'
উল্লেখ্য, গত রবিবার (৬ এপ্রিল) বাঁশখালীর সরল ইউপির জঙ্গল পাইরাং এলাকায় একটি বন্যহাতিকে মেরে দাঁত ও পায়ের নখ কেটে নিয়ে যায় শিকারিরা। পরে বিষয়টি জানাজানি হলে বুধবার হাতিটির ময়নাতদন্ত করে মরদেহ মাটিচাপা দেয়া হয়৷ এই ঘটনায় বৃহস্পতিবার জলদী রেঞ্জের চেচুরিয়া বনবিট কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে মৃত আলী হোসেনের পুত্র সরওয়ার হোসেন ও জাফর আহমদসহ অজ্ঞাত আরও ১৫-১৮ জনকে আসামী করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত