বাঁশখালী সংলাপ:::
বাঁশখালী উপজেলা পরিষদের সামনে অসাধু ব্যবসায়ী শ্রেণির সিন্ডিকেট সাধারণ লবণচাষীদের জিম্মি করে লবণের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করার প্রতিবাদে এবং সিন্ডিকেট ভেঙে লবণের ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে বাঁশখালীর লবণচাষীদের আয়োজনে ও জাতীয় নাগরিক পার্টি (NCP) এর সহযোগিতা এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাওলানা আশরাফ মাহদি প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'বাংলাদেশে লবণের মত রপ্তানিযোগ্য পণ্য আজ সিন্ডিকেটের কবলে। এই সিন্ডিকেট লবণচাষীদের ন্যায্যমূল্য না দিয়ে আমদানীর পাঁয়তারা করছে। লবণচাষীদের উপর এই শোষণ বন্ধ করতে জনতাকে সাথে নিয়ে এনসিপি সকল সিন্ডিকেট রুখে দিবে।'
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক হুঁশিয়ারি করে বলেন, 'যদি সিন্ডিকেট ভেঙে অতিদ্রুত লবণ চাষীদের ন্যায্যমূল্য দেওয়া না হয় তাহলে কক্সবাজার থেকে বাঁশখালী চাষীরা পাল্টা সিন্ডিকেট করবে। লবণের ন্যায্যমূল্য আদায় না করা পর্যন্ত এনসিপি কাজ করে যাবে।'
লবণ চাষী মোহাম্মদ কাশেম বলেন, 'গত বছরও মণপ্রতি ৪০০-৫০০-৬০০ টাকাও পেয়েছি, সেখানে এ বছর মণপ্রতি ১৮০-২০০ টাকা পাচ্ছি। আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি। এভাবে লবণের মূল্য কমে যাওয়াতে আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে।'
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আহবায়ক আবদুর রহমান, জাতীয় নাগরিক পার্টি বাঁশখালীর সংগঠক রিয়াজ উদ্দিন, তাওহীদ, আব্দুর রহমান, মীর তোয়াহা শিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতা আবরারুল করিম ও অন্যান্যা নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত